A Leading Doctor information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

মহিলাদের নিয়মিত কেন পেপ টেস্ট(Pap Test) করা উচিত

জরায়ু ক্যান্সার

Why women should get Pap test regularly ?

পেপ টেস্ট (Pap Test) একটি হিস্টো-প্যাথলজিক্যাল টেস্ট যার দ্বারা মহিলাদের সারভিকাল বা জরায়ুর ক্যান্সার ডায়াগনোসিস করা হয়।ক্যান্সার ছাড়াও আরো বিভিন্ন রোগে এ টেস্ট করা হয়।একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত নিয়মিত এ টেস্ট করা উচিত।২০১৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী,৫ লাখ ৭০ হাজার নতুন রোগী এ ক্যান্সারে আক্রান্ত হয়েছে।

সাধারণত বিশেষজ্ঞরা  ২১ বছর বয়স থেকে এ টেস্ট শুরু করতে বলেন।৩০ বছর বয়স বা এর বেশী হলে প্রতি পাঁচ বছরে একবার। ৪০ বছর বা এর বেশী হলে প্রতি ৩ বছরে একবার এ টেস্ট করতে হবে।এর বাইরে ডাক্তারের পরামর্শে প্রয়োজন চিকিৎসার অনুযায়ী করতে হবে,বিশেষ করে যারা ঝুকিতে আছেন।

চট্টগ্রামের সেরা ১০ ডাক্তার সম্পর্কে জানতে ক্লিক করুন

কারা ঝুকিতে আছেন:

# জরায়ু তে প্রি-ক্যান্সার সেল পাওয়া গেছে

# এইচআইভি -তে আক্রান্ত

# দূর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার অধিকারী

# স্মোকার

# অঙ্গ প্রতিস্থাপন হয়েছে এমন রোগী

# কেমোথেরাপি চলছে এমন রোগী

# জন্মের আগে বা সময় ” ডাইইথাইলবেস্ট্রল”  এর সংস্পর্শে আসছে এমন রোগী

কাদের পেপ টেস্ট করতে হবে না:

# যাদের ” হিস্টোরেক্টমি” হয়েছে,জরায়ু অপারেশন করে রিমুভ করা হয়েছে।(এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে)

# বয়স ৬৫ বছরের বেশী হলে এবং পূর্বের পেপ টেস্ট রিপোর্ট “নেগেটিভ ” আসলে

 

রোগীর প্রস্তুতি:

# টেস্ট করার আগে ৪৮ ঘণ্টা শারীরিক মিলন থেকে বিরত থাকতে হবে

# টেস্ট করার আগে কোন ভ্যাজাইনাল জেল, ফোম ব্যবহার করা যাবে না

# পিরিয়ড চলাকালীন এ টেস্ট করা যাবে না

 

সর্তকতা:

# খুবই ভালো মানের ল্যাবে এ টেস্ট করাতে চেষ্টা করবেন

# দক্ষ টেকনোলজিস্ট দিয়ে কালেকশন করাতে চেষ্টা করবেন

# পরপর ২দিন আলাদা ২টি ল্যাবে টেস্ট করাতে চেষ্টা করবেন

 

ফলস-নেগেটিভ রিপোর্ট কেন আসতে পারে:

# যদি কালেকশনে ভুল হয়,সারভিক্সের প্রারম্ভের দিকের “সেল” কালেক্ট করে

# যদি রোগী এবনরমাল সেল একদম কম থাকে

# যদি রক্তকণা, পাস সেল বা অন্য কোন ইনফেকশন থাকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *