ব্লাড ব্যাংক

কোন রোগীর শরীরে রক্ত স্বাভাবিক মাত্রা থেকে কম  থাকলে এবং কোন কারনে শরীর থেকে রক্ত  ক্ষরণ হলে সে খেত্রে রোগীকে রক্ত ইনফিউশন করতে হয়।এই ক্ষেত্রে রুগীর এবং রক্ত দাতা দু’জনেরই ব্লাড গ্রুপ একই থাকতে হয়। এই জন্য রক্তের গ্রুপ পরীক্ষা করতে হয় এবং রক্ত দাতার শরীরে কোন সংক্রামক রোগ যেমন:-এইডস্,হেপাটাইটিস-বি,ম্যালেরিয়া,সিফিলিস  ইত্যাদি রোগ আছে কি না তা দেখতে কিছু পরীক্ষা নিরীক্ষা করা দেখতে হয়। এই সব পরীক্ষা করতে এখানে ২৫০/- নেওয়া হয় যা অন্য কোন বেসরকারিতে খরচ পরবে ৫৫০-৬৫০/- টাকা।

#এখানে ফ্রি তে বেড এ ভর্তি করিয়ে রক্ত শুন্যতা রোগীকে রক্ত দিতে পারবেন।

ব্ল্যাড ব্যাংক নিচের তলায় অবস্থিত।

Scroll to top
Open Chat
1
Close chat
পরামর্শের জন্য

ক্লিক করুন