মানসিক সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে নানাবিধ মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে সেরেনিটি যাত্রা শুরু করে ২০১৮ সালে। আর এই সুস্বাস্থ্য বজায় রাখতে কাউন্সেলিং সেবা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজেকে জানা ও আচরণের প্রতি সচেতনতা বৃদ্ধি করতে কাউন্সেলিং এর কোন বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখে বরাবরের ন্যায় এইবারও স্বাধীনতার মাস জুড়ে সেরেনিটি দিতে যাচ্ছে ফ্রি কাউন্সিলিং সেবা। ফ্রি কাউন্সিলিং সেবা পেতে রেজিস্ট্রেশন করুন আজই! রেজিস্ট্রেশন লিংক – https://forms.gle/Xn8mkiNigAyhCaqk7 অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও রেজিস্ট্রেশন করতে পারেন। সে ক্ষেত্রে ডেসক্রিপশন এর শুরুতে অবশ্যই “স্বাধীনতার মাসে ফ্রি কাউন্সেলিং” লিখে দিবেন। ওয়েবসাইটের ঠিকানাঃ www.serenity.com.bd