৮১,মুরাদপুর,চট্টগ্রাম-৪২১২
ফোন: ০৩১-৬৫৫৭২৯
সেবা গ্রহীতা:
শ্রবণ প্রতিবন্ধী শিশু যাদের বয়স ৬ থেকে ১৬ বছর
সেবাঃ
# বাক ও শৃরবণ প্রতিবন্ধীদের সাইন ল্যাংগুয়েজ শিক্ষা
# বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সাধারণ শিক্ষা
# বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের আবাসিক/অনাবাসিক থাকার ব্যবস্থা ও ভরণ-পোষণ
# বৃত্তিমূলক প্রশিক্ষণ,চিকিৎসা সেবা,খেলাধুলা,চিত্তবিনোদন ব্যবস্থা করা
# বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের পুনর্বাসন
সেবা প্রদান পদ্ধতি(সংক্ষেপে)
আগ্রহী অভিভাবকদের নির্ধারিত ফরমে বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর আবেদন দাখিল করতে হয়।সংশিষ্ট প্রধান শিক্ষক প্রাপ্ত আবেদনপত্রের তালিকা প্রস্তুত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী নির্বাচন করা হয়।এ সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভরণ-পোষণসহ দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কার্যাবলি:
১) অভিভাবক কতৃক নির্ধারিত ফরমে আবেদন
২) ভর্তি কমিটি কতৃক আাবেদন বাছাই ও চূড়ান্ত অনুমোদন
৩) ভর্তি কমিটি কতৃক চূড়ান্ত অনুমোদন ও বিদ্যালয়ে ভর্তি
সেবা প্রদানের সময়সীমা:
# শিশু ভর্তি আসন শূন্য সাপেক্ষে আবেদন প্রাপ্তির পর সর্বোচ্চ ১ মাস
# আবাসন ও ভরণপোষণ ভর্তির পর এস এস সি পরীক্ষা পর্যন্ত
যার সাথে যোগাযোগ করতে হবে:
প্রধান শিক্ষক,দৃষ্টি ও বাক-শ্রবণ প্রতিবন্ধী
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তার টেলিফোন নাম্বারঃ
সিতারাই ফেরদৌসঃ(চট্টগ্রাম) ০১৮৪৮-৩২৪৫৬৯
আব্দুল্লাহ আল মামুনঃ(রাঙ্গুনিয়া)
০১৭০৯-৬৪৩৮৩৬
মোহাম্মদ শাহজাহানঃ(খাগড়াছড়ি)
০১৭১৫-৯৭৭৪৩৮
অমর চান চাকমাঃ(রাঙ্গামাটি)
০১৫৫৩-২৪৯৯০৭
আবুল হোসাইন মোহাম্মদ উল্লাহঃ(ফেণী)
০১৮১৩-৫৮৮৮১১