নবজাতক শিশু খুবই নাজুক অবস্থায় থাকে।যেহেতু মুখের বোল ফুটেনি তাই কান্না ছাড়া কিছুই করতে পারে না।ক্ষিধা লাগলেও কান্না করে,পেটে ব্যথা করলেও কান্না করে।তাই নবজাতকের লক্ষণ দেখেই বুঝতে হবে তার কি সমস্যা হচ্ছে।
আমরা যদি বিপদ লক্ষণ গুলো সম্পর্কে জানি তাহলে সঠিক সময়ে চিকিৎসক এর শরণাপন্ন হতে পারবো।
১) মায়ের দুধ খেতে না পারা
২) দ্রুত শ্বাস-প্রশ্বাস বা বুকের নিচের অংশ মারাত্মকভাবে দেবে যাওয়া
৩) খিচুনী হওয়া
৪) নেতিয়ে পড়া বা নড়াচড়া না করা
৫) নাভী ফুলে যাওয়া
৬) অস্বাভাবিক জন্ডিস- হাতের তালু ও পায়ের তালু হলুদ হয়ে যায়।
#সম্পাদনাঃ
ডাঃ মোহাম্মদ শহীদুল ইসলাম (সুমন)
এমবিবিএস(সিইউ),এমসিপিএস(শিশু স্বাস্থ্য), এফসিপিএস(শিশু স্বাস্থ্য)
নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ
সময়ঃ সন্ধ্যা ৭ টা – রাত ১০টা
প্রতিদিন,
শুধু শুক্রবার বন্ধ,
প্রাথমিক পরামর্শ নিতে কল করুনঃ ০১৮৯১-৬২২৬৪৫ (ফ্রি)
সিরিয়ালঃ ০৩১-২৫৫৫০৭১-৫,০১৯৭৬-০২২১১১
# পার্কভিউ হাসপাতাল