বাংলাদেশে সবচেয়ে বেশী পেশার মানুষ হচ্ছে “ডাক্তার”।বেসিক ধারণা থাকলেই চেম্বার দিয়ে বসে আর সাইনবোর্ডে কিম্ভতকিমার সব ডিগ্রী।আসলেই ডাক্তারী কি এত সোজা???
বাংলাদেশে দাঁতের সমস্যার চেয়ে দাঁতের ভুল চিকিৎসার রোগী বেশী।অনেক রোগীর জীবনে স্থায়ী ক্ষত করে রেখেছে হাতুড়ে ডাক্তাররা।
দন্তরোগ বিশেষজ্ঞ বা ডেন্টিস্ট কি এবং কি ধরনের সেবা প্রদান করেন
মুখ ও দন্ত চিকিৎসায় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কতৃক স্বীকৃত একমাত্র ডিগ্রি হলো বিডিএস(BDS)।বিডিএস ডিগ্রি ব্যাতিত অন্য কেউ দাতের ডাক্তার না। তাই আপনি দাতের চিকিৎসা নেওয়ার পূর্বে যার নিকট থেকে চিকিৎসা নিচ্ছেন তার ডিগ্রি এবং BMDC রেজিষ্ট্রেশন নং যাচাই করে নিন।
বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) আইন অনুযায়ী, শুধু MBBS/BDS ডিগ্রিধারীরাই নামের আগে ডাক্তার লিখতে পারবেন এবং চিকিৎসা করতে পারবেন।
ভুয়া ডাক্তার চিনার উপায়ঃ
১/ডাক্তার এর নামের পাশে MBBS /BDS ডিগ্রি আছে কিনা দেখুন এবং না থাকলে তার রেজিষ্ট্রেশন নং সংগ্রহ করুন।
২/ এবার তার বিএমডিসি রেজিষ্ট্রেশন নাম্বার জেনে
www. bmdc.org.bd/search-doctor সার্চ দিন।
৩/ওয়েব সাইটে পাওয়া তথ্যের সাথে মিল আছে কিনা।কারণ অনেকে অন্যের রেজিষ্ট্রেশন নং ব্যবহার করে প্রতারণা করেন।
মনে রাখবেন শুধু মাত্র বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) বাংলাদেশের ডাক্তারদের লাইসেন্স দিতে পারে অন্য কোন প্রতিষ্ঠান নয়।