A Leading Doctor information Site In Chittagong

WhatsApp Image 2025-04-21 at 22.16.33_3e14866c
kk
4
a5
a3
5
dr3 (1)

ডায়াবেটিস সর্ম্পকে যে ১০টি প্রশ্ন ডাক্তারকে করতে ভুলবেন না

Don’t forget to ask your doctor 10 questions about diabetes

যারা ডায়াবেটিস রোগী উনারা প্রতিনিয়ত ডাক্তারের শরণাপন্ন হই।ডাক্তারের চিকিৎসাপপত্র অনুযায়ী চিকিৎসা করে থাকি।কিন্তু আমরা কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে ভুলে যায়।যা আমাদের ডায়াবেটিসের কারণে অন্যান্য যে রোগ হয় বা হতে পারে সেগুলো থেকে বাঁচার উপায় জিজ্ঞাসা করি না।ডায়াবেটিসের বিভিন্ন পার্শপ্রতিক্রিয়া সর্ম্পকে আমরা সচেতন হই না যার কারণে সপ্তাহে প্রায় দিনই আমাদের অস্বস্তিতে থাকতে হয়।

 

ডায়াবেটিস কত হলে নরমাল আর কত হলে মানুষ মারা যায় ?

 

ডাক্তারের কাছে যখন যাবো তখন আমাদের নিম্নের ১০ টি প্রশ্ন উত্তর জানার চেষ্টা অবশ্যই করবো:

 

১) ডায়াবেটিস হলে অন্যান্য কি কি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়?

 

২) ডায়াবেটিস ডাক্তার দেখানোর পাশাপাশি অন্য কোন স্পেশালিষ্ট ডাক্তার দেখাবেন কিনা?

 

৩) কতদিন পর পর রক্তের সুগার টেস্ট করাবেন?

 

৪) খাওয়া-দাওয়ার ব্যাপারে স্পেশাল কোন ডায়েট অনুসরণ করতে হবে কিনা?

 

৫) আপনার জন্য ইনসুলিন নাকি  ঔষধ কোনটা ভালো হবে?

 

৬) আপনার সন্তানের কোন ডায়াবেটিস ঝুকি আছে কিনা,থাকলে ঝুকি এড়াতে কি কি করতে হবে?

ডায়াবেটিক ফুট, ডায়াবেটিস রোগীর কাছে একটি আতংকের নাম

 

৭) প্রতিদিন কোন ধরনের ব্যায়াম করবেন এবং কত ব্যায়াম পর্যন্ত করবেন?

 

৮) যদি ইনসুলিন নিতে হয় কতদিন নিতে হবে এবং কোন সাইড ইফেক্ট আছে কিনা?

 

৯) কোন কারণে সুগার  একেবারে কমে গেলে অথবা বেড়ে গেলে তাৎক্ষণিক ব্যবস্থা কি নিতে হবে?

 

১০) যদি ডায়াবেটিস এর পাশাপাশি হার্ট বা কিডনী বা লিভার বা অন্য কোন অসুখ থাকে,তবে মেডিসিন ম্যানেজমেন্ট এর জন্য কোন “মেডিসিন স্পেশালিষ্ট ” এর শরণাপন্ন হবেন কিনা?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *