প্রত্যেক বিভাগে একজন বিভাগীয় প্রধান থাকেন তার আন্ডারে থাকেন অন্যান্য সহযোগী, সহকারী প্রফেসার গণ ও সকল ডাক্তার গণ।
এই বিভাগে রুগী কে ওয়ার্ডে ভর্তি করে সেবা দেওয়ার পাশাপাশি ডায়ালাইসিস করার জন্য রুগিকে রেফার করে থাকে। যে সব রুগির কিডনি বিকল হয়ে গেছে তাদের কে।এজন্য রোগীকে নিচ তলার ডায়ালাইসিস সেন্টার এ যোগাযোগ করতে হবে।
এখানে ডায়ালাইসিস করতে প্রত্যেক রুগীর জন্য খরচ হয় মাত্র:- ১০৯০/- টাকা (প্রতি ১৫ সেশনের জন্য) ভর্তিকৃত রুগীর জন্য।যা বেসরকারি থেকে অনেক কম।
যে সকল কিডনি রুগী ভর্তি হয় নাই।বাসা থেকে গিয়ে ডায়ালাইসিস করবে তাদের জন্য :-২০১৫/- টাকা(প্রতি ১৫ সেশনের জন্য) করে প্রদান করতে হবে যা বেসরকারি ডায়ালাইসিস সেন্টারে বহুগুণ বেশি।