Preparation before cuff testing
কফ পরীক্ষা করে শ্বসনতন্ত্রেরর বিভিন্ন রোগ সর্ম্পকর জানা যায়। শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগের লক্ষণ প্রায় একইরকম।তাই পরীক্ষা করা ছাড়া বলা একেবারেই অসম্ভব আপনি ঠিক কোন রোগে আক্রান্ত।
সঠিক কফ টেস্টের জন্য রোগীর দায়িত্ব অনেক।তাই নির্ভুল পরীক্ষার জন্য রোগীকে টেস্টের জন্য কিছু প্রস্তুতি নিতে হবে।
# কফ দেয়ার আগে আপনাকে ডাক্তারের সাথে আলোচনা করতে হবে।আপনি যদি কোন ঔষধ ব্যবহার করেন যেমন: ট্যাবলেট,সিরাপ অথবা মলম ইত্যাদি টেস্টের আগে ব্যবহার করতে পারবেন কিনা
# কফ দেয়ার ৩ দিন আগে থেকে পান খাওয়া বন্ধ করতে হবে।
# কফের স্যাম্পল সমসময় সকালে বাসি মুখে দিতে হবে।
# কফ বলতে ঘন বস্তুটুকু, মুখের লালা না।লালা দিয়ে আসলে আপনার রিপোর্ট ১০০% ভুল আসবে।
# কফ দেয়ার জন্য স্যাম্পল ভায়াল ল্যাব থেকে নিয়ে আসবেন।
# যদি পরপর ৩ দিন স্যাম্পল দিতে হয় তবে প্রতিদিন একই পদ্ধতি অবলম্বন করবেন এবং ল্যাবের ভায়ালে স্যাম্পল দিবে।
# অনেকের কফ আসে না সেক্ষেত্রে ডাক্তারের সাথে আলোচনা করবেন।
# যদি কফের “কালচার টেস্ট ” করার জন্য স্যাম্পল দিতে হয়,অতিরিক্ত সর্তককতা অবলম্বন করতে হবে।
# স্যাম্পল দেয়ার আগে মেডিকেল টেকনোলজিস্টের সাথে আলোচনা করুন
# যদি “টিবি” ও “কালচার” টেস্টের জন্য স্যাম্পল দেন, তবে ভিন্ন দুটি ল্যাবে পরীক্ষা করানো উত্তম
# কফ পরীক্ষার সাথে চেস্ট এক্স-রে,সিবিসি পরীক্ষা দিতে পারে ক্রসচেক করার জন্য।
কখনো কফ/cuff/Sputum Test একেবারে ছোট ল্যাবে করাবেন না কারণ সেখানে কোন নিজস্ব মাইক্রোবায়োলজিস্ট থাকে না।
খুব বড় ল্যাবে করাবেন না কারণ অতিরিক্ত স্যাম্পলের দরুণ সেখানে স্যাম্পল ম্যানিপুলেট হয়।
সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে করাতে পারেন,আবার বিভিন্ন এনজিও তে করাতে পারেন যেমনঃ ব্র্যাক
চট্টগ্রামে গোলপাহাড় মোড় ও বন্দরটিলায় ICDDR,B পরীক্ষার ব্যবস্থা আছে।ক্লিক করুন
How long it will take for report to come out??
এটা আপনার পরীক্ষার উপর নির্ভর করবে।গ্রাম স্টেইন, এএফবি, কালচার বা জিনম সিকোয়েন্স ইত্যাদি
আমি চেস্ট পরিক্কা করচি ই সি জি করচি রক্তো টেস্ট করচি এখন আমি টেবলেট খাইচি সিরাপ খাইচি রাতে সকালে কপ দিচি কোনো সমস্যা হবে নাকি
ব্রাক এর চট্টগ্রাম ল্যব টা কোথায়?
কফ পরীক্ষা করাতে হবে।