এলার্জি বা চর্মরোগে কি কি টেস্ট করতে হয়?

এলার্জি বা চর্মরোগে কি কি টেস্ট করতে হয়?

আমরা সবাই কম-বেশী এলার্জি বা চমরোগে ভুগেছি। এটা খুবই স্বাভাবিক ঘটনা। পৃথিবীতে এলার্জি বা চর্মরোগে রোগীর সংখ্যা সবচেয়ে বেশী।এটি অধিকাংশ ক্ষেত্রে প্রাণসংহারী নয় তবে কিছু কিছু ক্ষেত্রে এটি জীবনের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। যে অবস্থাকে “এনাপিলাক্সিস” বলে।

 

এলার্জি কি:

এটি আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম এর একটি প্রতিক্রিয়া যা শরীরে ঢুকা বাইরের বস্তুর প্রতি দেখানো হয়।

 

এলার্জির কিভাবে হতে পারে:

# এলারজেন জাতীয় বস্তু নিঃশ্বাসে নিলে

# এলারজেন জাতীয় খাবার খেলে

# এলারজেন জাতীয় বস্তুর সংস্পর্শে এলে

 

কি কি টেস্ট করতে হয়ঃ

# CBC

# Circulating Eosinophil

# Serum IgE

# Skin Test

সর্তকতাঃ

# রোগী যদি নিয়মিত মেডিসিন নেয় তাহলে টেস্ট করার পূর্বে জানিয়ে দিতে হবে।

# স্কিন টেস্টের  সময় আগে থেকে কোন প্রকার মলম বা লোশন নেয়া যাবে না।

এলার্জি বা চর্মরোগে কি কি টেস্ট করতে হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top