What and what kind of services do orthopedic doctors provide?
আমরা প্রত্যেকে কাউকে না কাউকে জানি,যে মাংসপেশীর ব্যথা বা জয়েন্ট ব্যথার জন্য তার কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।এরকম যে কারো সাথে হতে পারে শিশু-আবাল বৃদ্ধ-বণিতা যে কারো।ব্যথা মানুষকে কাজ ও জীবনকে উপভোগ করতে দেয় না।তবে সুসংবাদ হলো এটাই,স্কোলোসিস আক্রান্ত শিশু থেকে শুরু করে দূর্ঘটনায় আক্রান্ত যে কেউ একজন অর্থোপেডিক ডাক্তার উপকৃত দ্বারা উপকৃত হতে পারেন।তিনি মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করেন।
অর্থোপেডিক সার্জনরা পেশীজনিত ট্রমা,মেরুদন্ডের ব্যাধি,স্পোর্টস ইনজুরি,ডি-জেনারেটিভ ডিজিজ,ইনফেকশন,টিউমার এবং জন্মগত ব্যাধিগুলোর জন্য মেডিসিন ও সার্জারী উভয় ব্যবহার করেন।অবশ্য রোগীকে থেরাপি ও বিভিন্ন ব্যায়ামও করতে দেন। অতোপেডিক ডাক্তার আরো বিভিন্ন নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করেন যেমন: হাত,কাঁধ,কুনুই,মেরুদন্ড,নিতম্ব,হাটু বা পা।কেউ কেউ অর্থোপেডিক ট্রমা,অনকোলজি(ক্যান্সার), স্পোর্টস মেডিসিন এরকম বিষয় নিয়েও কাজ করেন।অর্থোপেডিক সার্জনরা অন্যান্য বিষয়ের কনসালটেন্টদের সাথেও নিবিড়ভাবে কাজ করেন।
অর্থোপেডিক এমন একজন ডাক্তার যিনি হাড়,জয়েন্ট, লিগামেন্ট, টেনডন ও মাংসপেশীর ইনফেকশন,ইনজুরি বা যে কোন ডিসঅর্ডার নিয়ে কাজ করেন।এসব রোগের নির্ণয়,চিকিৎসা ও প্রতিকারমূলক কাজসমূহ করেন।একজন অর্থোপেডিক সার্জন যে কোন বয়সের রোগীর চিকিৎসা করেন।
চট্টগ্রামের সেরা বন্ধ্যাত্ব স্পেশালিস্ট
সাধারণত যেসব কমন শারিরিক সমস্যার ট্রীটমেন্ট করেনঃ
ফ্রাকচার
আথ্রাইটিস
অস্টিওপোরেসিস
বোন টিউমার
রিউমাটয়েড আথ্রাইটিস
স্কোলোসিস
লিগামেন্ট ইনজুরি
কার্পাল টানেল সিনড্রোম
মেরুদন্ডের ডিস্ক ফেটে যাওয়া
হিপ ডিসপ্লাসিয়া
অস্বাভাবিক পা
স্পোর্টস ইনজুরি
টিস্যু ইনজুরি
পিঠে ব্যথা,
কোমড়ে ব্যথা
হাটু ব্যথা
গলা ব্যথা
কাধেঁ ব্যথা
আরো বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা ও হাড়ের সমস্যা নিয়ে একজন অর্থোপেডিক ডাক্তার কাজ করেন।
সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্টের মধ্যকার যত মিল ও পার্থক্য
কৃতজ্ঞতাঃ
ডাঃ এম এ মুকিত
ডায়াবেটিক ফুট ও বেড সোর স্পেশালিস্ট
কনসালটেন্ট অর্থোপেডিক
ল্যাবএইড লিঃ
গোলপাহাড় মোড়,মেহেদীবাগ,চট্টগ্রাম
সিরিয়ালঃ ০১৯৬১- ১৪০ ০৯৩