অতিরিক্ত উষ্ণ প্রস্রাব কি কারণে হয়ে থাকে ?

www.hellodoctorctg.com

মানুষের প্রস্রাব সাধারণত হালকা উষ্ণ হয়।তবে অনেকের প্রস্রাব অতিরিক্ত গরম হয়ে থাকে,এর ২ টি কারণ হতে পারে।হয়,প্রস্রাবের তাপমাত্রা বেশী স্বাভাবিকের চেয়ে বেশী নয়তো প্রস্রাবের সময় প্রচন্ড জ্বালা পোড়া করা।তবে উভয় লক্ষণই সংক্রমণের নির্দেশ করে এবং ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

প্রস্রাব সাধারণত শরীরে সমান তাপমাত্রা বহন করে(৯৮.৬ডিগ্রী)।তাই প্রস্রাব সাধারণত গরম হয়ে থাকে।এটি বুঝা যায় ঐসময় বিশেষ করে যখন পরিবেশ ঠান্ডা থাকে,এমনকি বাস্প উড়তেও দেখা যায়।তবে অতিরিক্ত গরমের মানে হলো কোন ইনফেকশন বা রোগ হয়েছে।

সাধারণ লক্ষণ গুলোঃ

# প্রস্রাবের রাস্তায় ফোলা ভাব

# প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হওয়া

# জ্বর

# প্রস্রাবের কটু গন্ধ

# গাঢ় প্রস্রাব

# ঘোলাটে প্রস্রাব

# অধিক প্রস্রাব করতে ইচ্ছা করা

# প্রস্রাব করতে কষ্ট হওয়া

ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ কি ?

# বমি করা

# ব্যাক পেইন

# তলপেটে ব্যথা অনুভব করা

যে কারণে পুরুষের প্রস্রাব অতিরিক্ত উষ্ণ হয়ে থাকেঃ

# প্রস্টেটিস

# এপিডিডাইমিটিস

মহিলাদের কখন এ সমস্য হতে পারেঃ

# সন্তান জন্ম দেয়ার পরে

# ভ্যাজাইনাল ইনফেকশন

# পিরিয়ড শেষ হওয়ার পরে

কখন ডাক্তারের কাছে যাবেনঃ

# মাত্রাতিরিক্ত জ্বর

# ক্রমাগত ব্যাক পেইন

# অনিয়ন্ত্রিত বমি

# প্রস্রাব করতে ব্যথা

# প্রস্রাবে মাত্রাতিরিক্ত গন্ধ

# অতিরিক্ত ঘন ঘন প্রস্রাব হওয়া

যে ১০টি কারণে প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হয়

অতিরিক্ত উষ্ণ প্রস্রাব কি কারণে হয়ে থাকে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top